এক নারীকে লড়তে গিয়ে ল্যাজে গোবরে বিজেপি! তোপ অভিষেকের

প্রচারের শেষ দিনে তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন

বাংলার মেয়ের সঙ্গে ভোট যুদ্ধ লড়তে দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বিজেপির তাবড় নেতাদের। এক নারীকে লড়তে নাড়িভুঁড়ি বেরিয়ে যাচ্ছে বিজেপির। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থেকে বিজেপিকে কটাক্ষ অভিষেক ব্যানার্জির।

মঙ্গলবার শেষ হচ্ছে পঞ্চম দফার নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে তৃণমূল নেত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন।

এদিন খণ্ডঘোষের সভা থেকে বিজেপিকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, বাংলা দখল নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই প্রথমে মমতা ব্যানার্জির পা ভাঙল। এরপর এজেন্সি দিয়ে ধমকানি, চমকানি দিল। তাতেও কাজ হল না! এবার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল! কী হল তাতে?

বিজেপিকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জির সঙ্গে লড়তে বিজেপির তাবড় তাবড় নেতাদের ল্যাজে-গোবরে হাল। আরও বলেন, দিলীপ ঘোষ বলছেন মমতা ব্যানার্জি ছাত্রদের ট্যাব দিচ্ছে রাজনৈতিক স্বার্থে। কিন্তু ক্লাস ১২ এর পড়ুয়াদের ভোটাধিকার নেই। বিজেপি কতটা মিথ্যেবাদী। আসলে মমতা ব্যানার্জি বাংলার সমৃদ্ধি চায়। এখানেই মমতা ব্যানার্জির সঙ্গে মোদীর পার্থক্য।

এদিনের জনসভায় অভিষেকের গলায় আত্মবিশ্বাসের সুর, ১০-০ গোলে বিজেপিকে বাংলা ছাড়া করব। কথা দিলাম।

মঙ্গলবার অভিষেক ব্যানার্জির প্রচার সূচিতে রয়েছে ৪ টি জনসভা।

Comments are closed.