প্রায় ৭ হাজার মানুষের জমায়েত হাওড়ায়, আদিবাসীদের মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ

চারদিনে পড়ল কুড়মি সম্প্রদায়ের আন্দোলন। তফসিলি উপজাতি তালিকাভুক্ত করতে হবে তাঁদের, এই দাবিতে চারদিন ধরে চলছে রেল ও সড়ক অবরোধ। অবরোধের জেরে বাতিল হয়েছে একাধিক ট্রেন। সমস্যায় সাধারণ মানুষ। এবার অপর এক আদিবাসী সম্প্রদায়ের আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে রইল হাওড়া ব্রিজ।

শুক্রবার প্রায় সাড়ে ৭ হাজার মানুষ জমায়েত করে হাওড়া ব্রিজে। এর জেরে সকালে হাওড়া স্টেশনে নামার পর কলকাতার দিকে আসার সময় সমস্যায় পড়েন যাত্রীরা। অন্যদিকে কলকাতা থেকে হাওড়াগামী নিত্যযাত্রীরাো সমস্যায় পড়েন। এদিন মিছিলের ফলে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনে আসার পর তাঁরা এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ ও ধর্মতলার দিকে মিছিল করে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের নেতৃত্বে আদিবাসীরা আন্দোলনে নামেন। তাঁদের অভিযোগ, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে তাঁদের দেবতা মারানবুড়ুর পুজো চলে। আর সেখানেই টুরগা পাম্প স্টোরেজ প্রজেক্ট নামে একটি নির্মাণ হচ্ছে। প্রতিবাদে এদিন ডেপুটেশন জমা দিতে তাঁরা কলকাতায় আসে।

অন্যদিকে পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চারদিন ধরে রেল অবরোধ করছেন কুড়মি সম্প্রদায়ের কয়েকশো মানুষ। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও চলছে অবরোধ। অবরোধের ফলে কয়েক কিলোমিটার পর্যন্ত সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাল বোঝাই ট্রাক ও লরি। ঠিক মতন জল ও খাবার পাচ্ছেন না অভিযোগ করেছেন তাঁরা। বাতিল হয়েছে বহু ট্রেন।

Comments are closed.