শিক্ষক নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের; উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শিক্ষকের মেধাতালিকা প্রকাশ বুধবার 

১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিকে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে ওই শুন্যপদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামীকাল অর্থাৎ বুধবার হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের মেধাতিলক প্রকাশ হতে চলেছে। শিক্ষা দফতর সূত্রে তেমনটাই খবর। 

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিকের এই প্যানেলে প্রার্থীদের বিভিন্ন তথ্য উল্লেখ থাকবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, টেটের প্রাপ্ত নম্বর, প্রার্থীদের নাম, রোল নাম্বার সহ একাধিক তথ্য প্রকাশ করা হবে প্যানেলের মাধ্যমে। প্রার্থীদের দেওয়া তথ্য সঠিক কিনা তাও তাঁরা জেনে নিতে পারবেন প্রকাশিত প্যানেলের মাধ্যমে। 

২০১৪ সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগের দাবিতে একাধিকবার প্রার্থীরা আন্দোলন করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও সরাসরি আবেদন করেছে। অবশেষে কিছুটা আশার খবর উচ্চ প্রাথমিকে প্রার্থীদের জন্য। তবে বুধবার মেধাতালিকা প্রকাশিত হলেও প্রার্থীদের নিয়োগ পত্রের সুপারিশ কবে দেওয়া হবে তা নিয়ে স্কুল সার্ভিস কমিশন এখনও কিছু জানায়নি। শিক্ষা দফতর সূত্রে খবর, বিভিন্ন স্কুলগুলোতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকের প্রয়োজন রয়েছে কিনা, কোথায় কতজন শিক্ষকের প্রয়োজন রয়েছে তা নিয়ে খোঁজ খবর করা হচ্ছে। এই প্রক্রিয়া শুরু হলে নিয়োগ পত্র দেওয়া হতে পারে বলে খবর। 

Comments are closed.