বীরভূমে এবিপি আনন্দের সাংবাদিকের বাড়িতে বোমাবাজি, বোমা জেলা শাসকের বাংলোতেও, তীব্র নিন্দা সব মহলে

সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল বীরভূমের সিউড়ি। সোমবার রাত তখন বারোটা। এবিপি আনন্দের বীরভূমের সংবাদদাতা গোপাল চট্টোপাধ্যায়ের সিউড়ির বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। কেউ হতাহত না হলেও বাড়ির বিভিন্ন জায়গায় বোমাবাজির চিহ্ন পাওয়া গিয়েছে।

সকালেই ঘটনাস্থলে পৌঁছন বীরভূম পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পুলিশ সুপার নিজে খতিয়ে দেখেন বিস্ফোরণস্থল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে আনা হয় স্নিফার ডগ। দোষীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ঘটনার তীব্র নিন্দা সব মহলে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে বীরভূমের জেলা শাসকের বাংলোতেও বোমাবাজির অভিযোগ উঠেছে। জেলা শাসক মৌমিতা গোদারার দাবি, সোমবার মধ্যরাতে তিনি বাংলো থেকে ৩০-৩৫ ফুট দূরে একাধিক বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। গোটা বিষয়টি তদন্ত করে দেখার কথা পুলিশ সুপারকে বলেছেন বলে জানিয়েছেন মৌমিতা গোদারা। পুলিশ বিষয়টির তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে।

Comments are closed.