কলকাতার মুকুটে নয়া পালক, নিরাপদতম শহরের তকমা কেন্দ্রীয় রিপোর্টে 

আরও একবার দেশের মধ্যে নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা। দিল্লির ন‌্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা NCRB-এর রিপোর্টে বলা হয়েছে, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় অপরাধের হার অনেকটাই কম। 

এনসিআরবি’র রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু কলকাতাই নয়, রাজ্যের সামগ্রিক অপরাধের হারও অন্যান্য রাজ্যের তুলনায় কম। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে অপরাধের হার ৩২২, সেখানে এই রাজ্যে অপরাধের হার মাত্র ১৮২.৮। 

এনসিআরবি’র রিপোর্টে বলা হয়েছে, জনসংখ্যার নিরিখে দেশের অন্যান্য শহরগুলোতে অপরাধের যে হার, সেই তুলনায় কলকাতায় অপরাধের হার অনেকটাই কম। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, 

দিল্লি, জয়পুর, লখনউ, মুম্বই, পাটনা-সহ দেশের অন‌্যান‌্য বহু শহরে অপরাধের হার ঊর্ধ্বগামী। সেখানে গত তিন বছরের পরিসংখ‌্যানে কলকাতায় কমেছে অপরাধের সংখ‌্যা। কেন্দ্রই জানিয়েছে যে, ২০২০ সালে যেখানে অপরাধের সংখ‌্যা ছিল ১৮ হাজার ২৭৭টি, সেখানে ২০২১ সালে এই সংখ‌্যা ১৪ হাজার ৫৯১টি। ২০২২ সালে এই গ্রাফ আরও নিম্নগামী। 

Comments are closed.