বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত সহ একঝাঁক টলি তারকা

যশ : পরিবর্তন আনতেই বিজেপিতে যোগ

জল্পনা ছিলই, এবারে তাতেই মান্যতা দিয়ে বিজেপিতে যোগ দিলেন বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্ত। যশ ছাড়াও এদিন টালিগঞ্জের একাধিক অভিনেতা বিজেপির পতাকা তুলে নেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিন বিজেপিতে যাঁরা যোগ দিলেন তাঁদের মধ্যে অন্যতম, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, অতনু রায়, এমিলা ভট্টাচার্য, মল্লিকা ব্যানার্জি, রাজ মুখার্জি প্রমুখ।
বিজেপিতে যোগ দিয়ে এদিন যশ বলেন, আমার বয়েস অনেক কম, আমায় বিজেপি পরিবারের সদস্য করে নেওয়ার জন্য ধন্যবাদ। পাশাপাশি তাঁর দাবি সিস্টেমকে বদলাতে হলে সিস্টেমে থেকেই তা করতে হবে। বোঝেনা না সে বোঝেনা সিরিয়াল দিয়ে যশের যাত্রা শুরু টালিগঞ্জে। গ্যাংস্টার সহ বেশকিছু বাংলা ছবিতে নায়ক ছিলেন তিনি।
আগে থেকেই বিজেপির সদস্য অপর এক অভিনেতা অঞ্জনা বসু বলেন, টালিগঞ্জে শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত। এই অবস্থার পরিবর্তন দরকার।

[আরও পড়ুন-নুসরতের বন্ধু যশ দাশগুপ্ত যোগ দিচ্ছেন বিজেপিতে!]    

 এদিন বাংলা সিনেমার ওপর এক নায়ক হিরণের বিজেপিতে যোগ দেওয়ার কথা থাকলেওন, যোগদানের মঞ্চে তাঁকে দেখা যায়নি। কদিন আগেই হিরণ তৃণমূল ছেড়েছেন। যুব তৃণমূলের সহ সভাপতি ছিলেন তিনি। যদিও হিরণ জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

Comments are closed.