ফের ভাঙন পদ্ম শিবিরে, আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়লেন শ্রাবন্তী

বিধানসভার ফল প্রকাশের পর থেকেই কার্যত বিজেপির কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। পদ্ম শিবিরের সঙ্গে কার্যত সব সম্পর্কই ত্যাগ করেছিলেন। এবার অনুষ্ঠানিক ভাবে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা শ্রাবন্তী চ্যাটার্জি।

বৃহস্পতিবার তিনি একটি ট্যুইট করে লেখেন, বিজেপির সঙ্গে সব রকমের সম্পর্ক ত্যাগ করলাম। সেই সঙ্গে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির কোনও উদ্যোগ দেখছি না।

বিধানসভা ভোটের মুখে একঝাঁক তারকার সঙ্গে গেরুয়া শিবিরে গিয়ে শ্রাবন্তীও নাম লেখান। গত ১ মার্চ কৈলাশ বিজয়বর্গী, দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি পদ্ম পতাকা তুলে নেন। একুশের নির্বাচনে বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। যদিও তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চ্যাটার্জির কাছে পরাজিত হন তিনি।

উল্লেখ্য ভোটের ফলাফল প্রকাশের পর বিজেপির কোনও কর্মসূচিতেই তাঁকে দেখা যায়নি। বহু আগে থেকেই শ্রাবন্তীকে নিয়ে জল্পনা চলছিল। জল্পনা সত্যি করে অবশেষে অনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়লেন তিনি।

Comments are closed.