খোকাবাবু সিরিয়ালের মাধ্যমেই তিনি বহু মানুষের মন জয় করে নেন। এরপর একের পর এক সিরিয়ালে চান্স পেয়ে আজ টিভি সিরিয়ালের একজন অন্যতম মুখ হলেন মিস সাহা অর্থাৎ তৃনা সাহা। কিন্তু কেরিয়ারের পাশাপাশি এবার নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তৃনা।
সামনের বছরে ফেব্রুয়ারিতেই নিজেদের ১০ বছরের প্রেমকে বাস্তবায়িত করে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। ভাবছেন রিয়েল লাইফের এই নায়িকার পাত্রটি কে তিনি হলেন আমাদের সবার প্রিয় কৃষ্ণকলি সিরিয়ালের নিখিল নীল বন্দ্যোপাধ্যায়। আর গতকাল বিয়ের আগে বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টিতে মাতলেন তৃণা।
View this post on Instagram
ইতিমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই পার্টির ছবিও শেয়ার করেছে তৃণা। ছবিতে সাদা পোশাকে দেখা গিয়েছে নায়িকার আরো অনেক বান্ধবীদের, যেখানে লেখা রয়েছে ব্রাইড টু বি। এমনকি নানা রঙ বেরঙের পোশাকেও বান্ধবীদের সাথে বেশ বোল্ড অবতারে ধরা দিয়েছেন তৃণা। যেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে এমনকি নেটিজেনদের প্রত্যেকেরই নজর কেড়েছে।