বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান ব্যানার্জির কাছে পদত্যাগপত্র জমা দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছেড়েছেন তিনি।
গত ২৭ নভেম্বর মন্ত্রিসভা থেকে শুভেন্দু ইস্তফা দেওয়ার পর থেকেই গত দুসপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে জল্পনা চলছিল। মন্ত্রী পদ ছাড়ার পর তৃণমূলের তরফে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় মিটমাটের চেষ্টা করেন। মুখোমুখি বসেন অভিষেক ব্যানার্জি, প্রশান্ত কিশোর এবং শুভেন্দু। কিন্তু সমস্যা মেটেনি। বস্তুত এই বৈঠকের পরদিনই সাফ হয়ে যায় শুভেন্দুর তৃণমূল বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন অন্য দলে যোগ দিলে বিধায়ক পদ ছেড়ে তারপর যাবেন। সেই অনুযায়ী বুধবার নিজের বিধায়কপদ ছাড়লেন তিনি। এবার কী করবেন শুভেন্দু? নজর রাখছে রাজনৈতিক মহল।