প্রথম দফার নির্বাচনে কংগ্রেসের ৪২ এবং বিজেপির ৩৬ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ, কোটিপতি প্রার্থী ৪০১ জন

১১ ই এপ্রিল প্রথম দফায় দেশের যে ৯১ টি কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে, তাতে মোট ১২৬৬ জন প্রার্থীর মধ্যে অপরাধমূলক অভিযোগ রয়েছে ২১৩ জন প্রার্থীর বিরুদ্ধে। বড় দলগুলির মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে। ৯১ টি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রয়েছেন ৮৩ জন। তার মধ্যে ৩৫ জনের (৪২%) বিরুদ্ধেই রয়েছে বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগ। বিজেপির ৮৩ জন প্রার্থী মধ্যে অভিযোগ রয়েছে ৩০ জনের বিরুদ্ধে (৩৬%)। সিপিএমের ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের অভিযোগ। তৃণমূলের ২ জন প্রার্থীর মধ্যে কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই।
অন্যদিকে, এই ৯১ টি কেন্দ্রে যে প্রার্থীরা রয়েছেন তার মধ্যে ৪০১ জন প্রার্থীই কোটিপতি।
যে প্রার্থীরা এদিন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ, তাঁদের সম্পত্তির পরিমাণ সহ একাধিক তথ্য নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।
এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসের ৮৩ শতাংশ প্রার্থী কোটিপতি। বিজেপি প্রার্থীদের মধ্যে ৭৮ শতাংশ কোটিপতি। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির ১০০ শতাংশ প্রার্থীই কোটিপতি। সিপিএমের ৩৮ শতাংশ প্রার্থী কোটিপতি।
এই রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস-বিজেপি সহ প্রার্থীদের যে ফৌদারি অভিযোগ রয়েছে তার মধ্যে বহু ক্ষেত্রেই অভিযোগ অত্যন্ত গুরুতর। যার মধ্যে রয়েছে খুন, জখম এমনকী ধর্ষণের অভিযোগও।

Comments are closed.