৫৭ বছর পর ফের চালু হল মিতালি এক্সপ্রেস, প্রথম দিন ১৮ জন যাত্রীকে নিয়ে ছুটল ট্রেন

ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস চলাচল শুরু হল। ৫৭ বছর পর নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেন৷ বুধবার সকালে প্রথম দিন ১৮ জন যাত্রীকে নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে এই ট্রেন। ট্রেন যাত্রার সময় ভার্চুয়ালি দুদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিন সকাল সাড়ে ৯টার পরে ট্রেনটি ছাড়ে নিউ জলপাইগুড়ি থেকে।

এই ট্রেন আপাতত বুধবার ও রবিবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে। বাংলাদেশ থেকে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার। নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের দিকে যাবে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা যেতে সময় লাগবে ৯ ঘন্টা ৪৫ মিনিট। নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন সেন্টারে পাসপোর্ট ও ভিসা দেখিয়ে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। পুরো যাত্রায় যাত্রীরা একেবারে ঢাকায় গিয়ে নামতে পারবেন। আর কোনও স্টেশনে নামা যাবেনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষের উপলক্ষ্যে চালু করা হয়েছিল মিতালি এক্সপ্রেস।

আগে দার্জিলিং মেল শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর যেত৷ পরে ওই ট্রেনের বাংলাদেশ যাওয়া বন্ধ হয়ে যায়৷ এরপর ২০০৮ সালে দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু হয়৷ কিন্তু উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যাওয়ার ট্রেনের দাবি ছিল। তাই চালু হল নতুন ট্রেন মিতালী এক্সপ্রেস৷ যদিও এটি অনেকদিন আগে থেকেই চালানোর পরিকল্পনা ছিল৷ কিন্তু করোনার জন্য এটি চালু হতে এতটা দেরি হল।

Comments are closed.