কলকাতার পর এবার সেন্ট জেভিয়ার্স, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডি-লিট সম্মান দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

কলকাতার পর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডি-লিট দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। এরআগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়। ২০১৮ সালে এই সম্মান দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আচার্য কেশরীনাথ ত্রিপাঠির হাত থেকে পুরস্কার নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে বিশেষ সাম্মানিক ডি-লিট দেওয়া হল এদিন।

এদিন ডি-লিট নেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ। আমি এই সম্মান সাধারণ মানুষকে উৎসর্গ করছি। আমিও একজন সাধারণ মানুষ। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যে মাত্র ১২ টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩০ টি। আরও কয়েকটি তৈরি হচ্ছে। পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, অবসাদগ্রস্থ না হয়ে ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক চিন্তা থেকে পড়ুয়াদের দূরে থাকার পরামর্শ দেন তিনি।

এদিন ডি-লিট দেওয়ার পর মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি বলেন, মমতা ব্যানার্জি এই সম্মানের যোগ্য, নিজের যোগ্যতাতেই এই সম্মান অর্জন করেছেন তিনি। বলেন, যে সব রাজনীতিবিদরা রাজনীতির পাশাপাশি সাহিত্যে নিজেদের অবদান রেখেছেন, তাঁদের মধ্যে অন্যতম মমতা ব্যানার্জি। এইসময় তিনি তুলে ধরেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ও বাজপেয়ীর কথা।  শিক্ষার মধ্যে রাজনীতির যোগ ঠিক না থাকলেও রাজনীতির মধ্যে শিক্ষা থাকলে ভুল নয়। উল্লেখ্য, গতবছর সেন্ট জেভিয়ার্সের ভাইস চ্যান্সেলর বলেছিলেন, ‘৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে। সেদিন আমরা মুখ্য়মন্ত্রীকে ডিলিট দেব।

Comments are closed.