রেকর্ড রোজগার রেলের; করোনা মিটতেই রাজস্ব থেকে আয় বাড়ল ২৮%; ট্যুইর রেলমন্ত্রীর 

চলতি বছরে রেকর্ড অর্থ রোজগার করেছে ভারতীয় রেল। যা গত বছর এই সময়ের রোজগারের চেয়ে অনেকটাই বেশি। মূলত করোনা পর্ব মিটতেই একলাফে রেলের রোজগার অনেকটাই বেড়ে গিয়েছে। ট্যুইট করে এমনটাই দাবি করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রী ও পণ্য পরিবহন বাড়ার কারনেক রাজস্ব থেকে রেলের আয় প্রায় ২৮% শতাংশ বেড়েছে।

ট্যুইটে রেলমন্ত্রীর দাবি, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। যার মধ্যে শুধু যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। রেলমন্ত্রীর দাবি, আর্থিক বছর শেষ হতে এখনও ৭১ দিন বাকি। সেদিক থেকে আর্থিক বছরের শেষে রেকর্ড পরিমাণ অর্থ রোজগারের আশা করছে রেল কর্তারা।

রেলের দাবি, একে করোনা পর্ব শেষ হওয়ায় যাত্রী সংখ্যা বেড়েছে। তার ওপর নতুন ট্রেন বন্দে ভারতকে ঘিরেও যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। আসন্ন বাজেটে আরও ৫০০টি বন্দে ভারত চালানোর কথা ঘোষণা করতে পারে রেল। সেই সঙ্গে হাইড্রোজেন চালিত একটি নতুন ট্রেনও চালাতে চলছে রেল। সব মিলিয়ে আগামী বছরগুলোতে রেলের রোজগার আরও কয়েকগুণ বাড়ছে বলেই মন্ত্রকের তরফে আশা করা হচ্ছে।

Comments are closed.