‘এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়’, জামিন পেয়ে সুরে ভাসালেন মদন

অসুস্থ থাকলেও জামিন পাওয়ার আনন্দ যেন তাঁর মন সমুদ্র স্রোতের মতো ফুলে ফুলে উঠছে

চোখে কালো সানগ্লাস। পরনে কালো পাঞ্জাবী। ফুরফুরে চুল আর চনমনে মনে জামিনের পরের দিন হাসপাতাল থেকেই লাইভে এলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

নারদা মামলায় ১৭ মে সিবিআই রাজ্যের চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে। প্রায় দু’সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে জামিন মামলার শুনানি চলার পর শুক্রবার অন্তর্বর্তী জামিন মেলে তাঁদের। চার নেতা-মন্ত্রীকে আদালতে তোলার আগেই তিনজন অসুস্থ হন। তাঁদের SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছিলেন মদন মিত্রও। হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি থাকার নির্দেশিকা জারি হলে অসুস্থ দুই নেতা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। কিন্তু মদন মিত্র অসুস্থতার কারণে এখনও হাসপাতালে ভর্তি।

অসুস্থ থাকলেও জামিন পাওয়ার আনন্দ যেন তাঁর মন সমুদ্র স্রোতের মতো ফুলে ফুলে উঠছে। মুক্তি পাওয়ার আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল থেকেই ফেসবুক লাইভ করলেন কামারহাটির বিধায়ক। লাইভ শুরু হওয়ার পরই তিনি বলেন, আমি মুক্ত। ভারতবর্ষের ১৩০ কোটি মানুষের মতো, আমিও ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক। এরপরই তিনি গেয়ে ওঠেন রবি ঠাকুরের সেই বিখ্যান গান, “এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়।“

তাঁর শুভাকঙ্খীদের ধন্যবাদ জানিয়ে হাসি মুখে ফের সুর ধরলেন, “এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?” ফুরফুরে মন। জামিনে মুক্তি পাওয়ার আনন্দে একের পর এক গান গেয়ে নেটিজনের মধ্যে আনন্দ বিতরণ করতে শুরু করলেন মদন মিত্র।

Comments are closed.