হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ভোকাল কর্ডে টিউমার নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন।
বৃহস্পতিবার অপারেশন হয় মদনের। আগামী একমাস কথা বলা বন্ধ রাখতে তাঁকে পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর শুক্রবার তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রকে আপাতত নরম খাবার খেতে বলা হয়েছে ও কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন মদন মিত্র।
Related Posts
Comments are closed.