প্রয়োজনে আগাম জামিনের আবেদন করুন, অনুব্রতর রক্ষাকবচ খারিজ করে মন্তব্য হাইকোর্টের  

গরু পাচার মামলায় হাইকোর্টে ধাক্কা অনুব্রত মন্ডলের। সিবিআই তলব নিয়ে তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করল আদালত। এদিন হাইকোর্টের তরফে জানান হয়, বার বার এই মামলায় আদালত হস্তক্ষেপ করবে না। উনি চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন। 

গরু পাচার মামলায় ফের একবার সিবিআই বীরভূমের জেলা সভাপতিকে তলব করছে। আগামী ১৪ মার্চ তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়া কথা। সিবিআই গ্রেফতার করতে পারে, এই আশঙ্কায় আদালতের দ্বারস্থ হন অনুব্রত। আদালতের কাছে রক্ষাকবচ চেয়ে অনুব্রতের আইনজীবী আবেদন করেন, সিবিআই ভার্চুয়ালি তাঁর মক্কেলকে জিজ্ঞাসাবাদ করতে পারে, অথবা বাড়ির কাছাকাছি কোথাও। একই সঙ্গে অনুব্রতর তরফে দাবি করা হয়, সিবিআই যেন তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেন সে বিষয়ে আদালত তাঁকে রক্ষাকবচ দিক। 

যদিও এদিন বিচারপতি মান্থা অনুব্রতের আবেদন খারিজ করে বলেন, উনি চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন। কিন্তু বার বার আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। সিবিআইয়ের কোনও তদন্তে কোর্ট এভাবে হস্তক্ষেপ করতে পারে না। 

 

Comments are closed.