ট্যুইটারের পরিচালন বোর্ডই তুলে দিলেন; একাই দায়িত্ব সামলাবেন মাস্ক! 

ট্যুইটার কেনার পর থেকেই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন এলন মাস্ক। তাঁর নতুন চমক ট্যুইটারের পরিচালন বোর্ড নিয়ে সিদ্ধান্ত। দায়িত্ব নেওয়ার পর বোর্ডই তুলে দিলেন মার্কিন ধনকুবের। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, এবার থেকে নাকি একা হাতেই ট্যুইটার পরিচালনার দায়িত্ব নেবেন তিনি। এক কথায় এখন তিনিই  ট্যুইটারের সর্বেসর্বা। 

মাস্ক মালিকানা নিলে ট্যুইটার ঢেলে সাজাবেন, এমন একটা জল্পনা ছিলই। মালিকানা পাওয়ার পর সেই জল্পনাই সত্যি হচ্ছে। ট্যুইটার কেনার পরই সিও পরাগ আগরওয়ালক সহ একাধিক শীর্ষ কর্তাকে ছাঁটাই করেছেন। এমনটাও খবর ছড়িয়েছিল, ট্যুইটার কেনার পর ৭৫% কর্মী ছাঁটাই পথে হাঁটবেন মাস্ক। যদিও সেই জল্পনা মিথ্যে বলে দাবি করেছেন এলন মাস্ক। 

সম্প্রতি ট্যুইটারের ব্লু টিক নিয়েও একগুছি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মাস্ক। সোমবারই জানা গিয়েছে, এবার থেকে ট্যুইটারে ব্লু টিক রাখতে গেলে মাসের শেষে একটা টাকা ট্যুইটারকে দিতে হবে। যাঁদের ট্যুইটারে সাবস্ক্রিপশন নেই অথচ ব্লু টিক করছেন, তাঁদের ৯০ দিনের সময় দেওয়া হয়েছে সাবস্ক্রিপশনের জন্য। এর মাঝেই ট্যুইটার নিয়ে মাস্ক আবার নতুন করে কী সিদ্ধান্ত নেন এখন তা নিয়েই সরগরম নেট পাড়া। 

 

Comments are closed.