শিলিগুড়ির পর কলকাতা; ফের সিঙ্গুর নিয়ে সুর চড়ালেন মমতা 

বুধবার শিলিগুড়ির বিজয়া সম্মেলনী থেকে সিঙ্গুর নিয়ে সিপিএমকে তোপ দেগেছিলে মুখ্যমন্ত্রী। যা নিয়ে ফের একবার সিঙ্গুর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সিঙ্গুর নিয়ে সিপিএমকে আরও তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। বাদ রাখলেন না বিজেপিকেও। কালীপুজোর উদ্বোধনি মঞ্চ থেকে সিপিএমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর তোপ, আপনারা জোর করে কৃষকদের জমি কেড়েছেন। তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন। 

একই সঙ্গে এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলেন, কেউ কেউ বলছে টাটা কেন রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দেবে? বিজেপি-সিপিএম এসব বলে বেড়াচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, আমরা কখনও কাউকে আলাদা করে দেখিনি। এখানে যারা বিনিয়োগ করছে, সবাইকে স্বাগত। পাশাপাশি মুখ্যমন্ত্রী ফের একবার মনে করিয়ে দেন, তাঁর সরকার যাতে জোর করে কোনও জমি অধিগ্রহণ না করে তা নিয়ে তিনি সব সময় বাড়তি উদ্যোগী হয়েছেন। 

উল্লেখ্য, মঙ্গলবার শিলিগুড়ির সভা থেকেও সিপিএমকে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তিনি নয়, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম। এদিন ফের একবার একই ইস্যুতে আরও তীব্র আক্রমণের পথে হাঁটলেন মমতা ব্যানার্জি। 

Comments are closed.