শেষ হইয়াও হইল না শেষ। বর্ষা বিদায়ের শেষ লগ্নে বৃষ্টির ভ্রূকুটি বাংলায়। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে সঙ্গ দিয়েছে বজ্রপাত। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার ফলে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর পথ প্রশস্ত হয়েছে। এই ‘মনসুন রিটার্নস’-এর কারণে দক্ষিণ ভারতের অন্ধ্র উপকূল সহ দক্ষিণ ভারতের বড় অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল থেকে কলকাতার আকাশ কালো মেঘে ঢেকেছে। কলকাতা শহর ও শহরতলির বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়। আগামী ২৪ ঘণ্টা এই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কয়েকদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া, অন্ধ্র উপকূল, কর্ণাটক, লাক্ষাদ্বীপ ইত্যাদি জায়গায় মাঝারি থেকে ভারী, বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
Comments