কলকাতায় বায়ু দূষণ বাড়ছে, নিয়ন্ত্রণে আনতে বিশেষ উদ্যোগ পুরসভা ও পরিবেশ দফতরের 

কলকাতার বাতাসে ক্রমেই দূষিত হচ্ছে। বিশেষ করে এই শীতকালে শুষ্ক আবহাওয়ার জেরে দূষণের মাত্রা বেড়ে যায়। বাতাসে অত্যাধিক ধূলিকণা মেসে, যার জেরে শহরবাসীর শ্বাসপ্রশ্বাসেও সমস্যা তৈরি হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা এবং পরিবেশ দফতর। 

কলকাতার বেশ কয়েকটি জায়গায় বাতাসে ধূলিকণার পরিমাণ ব্যাপক মাত্রায় বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিটি রোড লাগোয়া অঞ্চলগুলোতে বড় লড়ি চলার কারণে এই সমস্যা আরও বাড়ছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, দূষণ নিয়ন্ত্রণে পুর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, অত্যাধিক বায়ু দূষণ হচ্ছে এমন এলাকাগুলোতে মিস্ট ক্যানন চালিয়ে এলাকার দূষণ নিয়ন্ত্রণে আনা হবে। 

এর পাশাপাশি কলকাতার বায়ু দূষণ রুখতে একটি বিশেষ ধরনের ছোট গাড়ি পথে নামাচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। গাড়িটির নাম,ডাস্ট সাপ্রেশন ইলেক্ট্রিক ভেহিকল। জানা গিয়েছে, এই গাড়িটি থেকে একটি বিশেষ রাসায়নিন জলে মিশিয়ে কলকাতার রাস্তায় স্প্রে করা হবে। জানা গিয়েছে, জল শুকিয়ে গেলেও এই রাসায়নিকের কারণে ধূলিকণা বাতাসে না মিশে পাঁচ থেকে ছয় ঘন্টা থিতিয়ে থাকবে। যা দূষণের মাত্রাকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে। 

Comments are closed.