রেশন ব্যবস্থার অনিয়ম ঠেকাতে সর্বদলীয় বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রেশন বিলি ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সর্বদলীয় মিটিং ডাকার জন্য খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, জেলার প্রশাসনিক মিটিংয়েও রেশন ব্যবস্থা নিয়ে তিনি আধিকারিকদের সহানুভুতির সঙ্গে কাজ করতে বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, কোনও গরিব মানুষের নাম যেন রেশন ব্যবস্থা থেকে বাদ না যায় নিশ্চিত করতে হবে। অনেকে আছেন, যাঁদের রেশন কার্ড আছে, কিন্তু তাঁরা রেশন নেন না। এবিষয়ে একটা সার্ভে করা দরকার। রেশন কোন পরিবার নেন, কোন পরিবার নেন না। পাশাপাশি, ক্যাম্প করে মানুষের রেশন কার্ড দেওয়ার কর্মসূচি নেওয়ার জন্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নির্দেশ দেন তিনি।
এরপরই মুখ্যমন্ত্রী বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিককে বলেন, সর্বদলীয় মিটিং ডেকে সমস্ত পক্ষের মতামত নিতে।

Comments are closed.