২০১৪ থেকে একাধিক ভুল সিদ্ধান্তের সাক্ষী থেকেছে দেশ, মত অমর্ত্য সেনের

২০১৪ সালের পর থেকে দেশ বড়সড় ভুল পদক্ষেপের সাক্ষী থেকেছে। যার ফলে দ্রুত আর্থিক বৃদ্ধি সত্ত্বেও জনজীবনের মানোন্নয়নের নিরিখে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পিছিয়ে পড়েছে ভারত। রবিবার দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে ২০ বছর আগে, জীবনের মানোন্নয়নের ক্ষেত্রে ভারত এশিয়ার ছ’টি দেশের (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান) মধ্যে দ্বিতীয় স্থানে ছিল, আজ ভারতের অবস্থান পঞ্চম। তাঁর মতে দেশ থেকে বৈষম্য দূর করা, জাতিভেদ কমানো,তফশিলী জাতি-উপজাতিদের অধিকার রক্ষা এই সব বিষয়েও সরকার প্রয়োজনীয় নজর দিচ্ছে না। দেশে দলিতরা এখনও খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের মতো প্রাথমিক বিষয়গুলির অধিকারের ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন বলেও এদিন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বিজেপি’কে খোঁচা দিয়ে এদিন তিনি মন্তব্য করেন, স্বাধীনতা সংগ্রামের সময় রাজনৈতিক ময়দানে কেউ নিজের হিন্দু পরিচয় দিয়ে জেতার চেষ্টা করছে এরকম ভাবা যেত না, কিন্তু এখন তা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.