অনুষ্ঠান মঞ্চের কাছেই রাখতে হবে অ্যাম্বুল্যান্স, কে কের মৃত্যুর পর কলেজ ফেস্ট নিয়ে নয়া নির্দেশিকা লালবাজারের

এবার কলেজ ফেস্ট নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। নির্দেশিকায় বলা হয়েছে, অনুষ্ঠানের আগে নিশ্চিত করতে হবে, আসন সংখ্যার থেকে কোনও ভাবেই যেন বেশি সংখ্যক মানুষ না ঢোকে। একটি পাসে একজনই ঢুকতে পারবে।

এছাড়াও অনুষ্ঠানস্থলে কাছেই রাখতে হবে অ্যাম্বুল্যান্স ও পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তারক্ষী। এইসব নির্দেশিকা মেনে চললেই অনুষ্ঠান করতে দেওয়া হবে বলে জানিয়েছে লালাবাজার। নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, এরপর লালবাজার কলেজ ফেস্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি করে।

উল্লেখ্য, নজরুল মঞ্চে আসন সংখ্যার ৩ গুণ বেশি দর্শক ঢুকে যাওয়ায় মঙ্গলবার কেকের অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে অসুস্থ বোধ করতে থাকেন সঙ্গীত শিল্প কেকে। হসপিটালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Comments are closed.