ভোট মিটলে মালদহে আমের মেলা রাজ্য সরকারের উদ্যোগে

আমের জেলা মালদহে এবার ‘ম্যাঙ্গো মেলা’ করতে চলেছে জেলা প্রশাসন। গতবার সব আয়োজন সেরেও পঞ্চায়েত ভোটের কারণে জেলা প্রশাসন আম মেলা করতে পারেনি। এবার লোকসভা ভোট শেষ হওয়ার পর আম মেলার আয়োজন করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
আগামী ২১ থেকে ২৩ জুন ওই মেলা অনুষ্ঠিত হতে পারে বলে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। মালদহ কলেজ ময়দানে এই মেলা আয়োজন করা হতে পারে। মালদহের পাশাপাশি প্রতিবেশী জেলার আমও মেলায় বিক্রি হবে। আমের বিভিন্ন উপাদেয় খাবারও মেলায় পাওয়া যাবে। ম্যাঙ্গো রসগোল্লা ও সন্দেশের স্টলও মেলায় থাকবে। বিষয়টি নিয়ে দ্রুত আধিকারিকরা প্রস্তুতি বৈঠক সারবেন। যদিও বর্তমানে নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় আধিকারিকরা এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

জেলার এক আধিকারিক বলেন, গত বছর বড় করে আম মেলা করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিল। সব প্রস্তুতি সারাও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যায়। ফলে সরকারি উদ্যোগে ওই ধরনের মেলা আয়োজন করা যায়নি। এবারও ভোট রয়েছে। তবে মালদহের আম জুন মাসের মাঝামাঝি থেকে বাজারে আসে। কিছু আম বাজারে আসতে আসতে জুন মাসের শেষও হয়ে যায়। সেই কারণে ২১ জুন থেকে আমরা মেলার আয়োজন করার প্রস্তুতি চলছে।

এবারের মেলায় শুধুমাত্র মালদহের আম থাকবে না। মুর্শিদাবাদ এমনকী বাঁকুড়া থেকেও আম মেলায় আনা হবে। ভিন জেলার সেরা আম মেলায় থাকবে। আমের আচার, আমসত্ত্ব সহ আম থেকে তৈরি নানা সামগ্রী মেলায় বিক্রি হবে। ম্যাঙ্গো রসগোল্লা বা আমের তৈরি সুস্বাদু মিষ্টিও মেলায় পাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় ৫০টি স্টল থাকবে।

Comments are closed.