সন্ত্রাসবাদীদের হামলায় মারা যাচ্ছেন একের পর এক পরিযায়ী শ্রমিক, জঙ্গি সক্রিয়তার মধ্যেই কাশ্মীরে স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি মাসে জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন ১৩ জন পরিযায়ী শ্রমিক। যার জেরে নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। বাহিনীর লাগাতার অভিযানে ইতিমধ্যেই আটক হয়েছেন ৭০০ জন সন্দেহভাজন। আর এই উত্তপ্ত আবহেই উপত্যকায় গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩৭০ ধারা রদের পর এই প্রথম তিনি উপত্যকার মাটিতে পা রাখলেন। যার জেরে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। 

শনিবারই সকালে শ্রীনগর পৌঁছেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থন জানাতে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। 

শাহের সফর ঘিরে উপত্যকায় আরও নিরপত্তা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, দিল্লি থেকে বিশেষভাবে ১০ কোম্পানি CRPF এবং ১৫ কোম্পানি BSF টিমকে মোতায়েন করা হয়েছে। তিন দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজভবনে থাকবেন। সেই উদ্দেশ্যে রাজভবন চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, রাজভবনের চারপাশে ২০ কিমি অঞ্চল পর্যন্ত নিরপত্তার বেষ্টনি তৈরি করা হয়েছে। 

জানা গিয়েছে, শনিবার রাজভবনেই নিরপত্তা সংক্রান্ত একটি রিভিউমিটিং করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেলে জম্মু কাশ্মীরের ইউথ ক্লাবে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। তারপর সন্ধ্যা ৬ টা নাগাদ শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার একটি বিমানের উদ্বোধন করবেন তিনি। 

পর্যবেক্ষকদের একাংশের মতে উপত্যকায় জঙ্গি কার্যকলাপের গতি বাড়ায় ফের সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। এই আবহে কেন্দ্র যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে,  এই বার্তা পৌঁছে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর উপত্যকা সফর। 

Comments are closed.