৩ বিঘা যাচ্ছেন শাহ, সফরের দ্বিতীয় দিনে কী কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর 

রাজ্য সফরের দ্বিতীয় দিনে কোচবিহারের তিন বিঘা করিডোরে যাচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি হাজারেরও বেশি রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, তিনবিঘা করিডর নিয়ে এদিন বিএসএফ-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেখান থেকে সীমান্তের জিকাবাড়ি সীমা চৌকিতে যাওয়ার কথা অমিত শাহের।  

এদিন বেলার দিকে কলকাতা পৌঁছনোর কথা অমিত শাহের। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কলকাতায় পৌঁছনোর পর স্বারষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর একটি অনুষ্ঠান ছিল। কিন্তু এদিন সকালে কাশীপুর বিজেপি কর্মীদের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজিনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃত বিজেপি কর্মীর বাড়ি যেতে পারেন অমিত শাহ, রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। সেখান থেকে ফিরে নিউটাউনের একটি হোটেলে বৈঠক রয়েছে অমিত শাহের। এরপর সন্ধেয় ভিক্টরিয়া মেমোরিয়ালে একটি সংস্কৃতি অনুষ্ঠানে যাবেন। সেখান থেকে সৌরভ গাঙ্গুলির বাড়ি যাবেন তিনি। এরপর বিজেপি অফিসে ফিরে রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ।   

Comments are closed.