এনআরসি, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আমরণ অনশনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

সোমবারই লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। ইতিমধ্যেই এই বিলের প্রতিবাদে ঝড় উঠেছে দেশের নানা প্রান্তে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিরা তো বটেই, একাধিক সংগঠন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ অসাংবিধানিক আখ্যা দিয়ে এই বিলের প্রতিবাদ করেছেন। অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে এই বিলের বিরোধিতায় পথে নেমেছে পড়ুয়ারা। চলছে পরীক্ষা বয়কট। কোনও মতেই বিতর্কিত এই বিল মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
এবার এই একই পথে হেঁটে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নজিরবিহীন আন্দোলনের পথে হাঁটল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়ারা। বৃহস্পতিবার থেকে এই বিল ও এনআরসি’র প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন এই বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজার পড়ুয়া। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, চলবে ক্লাস ও পরীক্ষা বয়কট। যেভাবে  এই বিলে মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে এবং দেশজুড়ে এনআরসি চালু করতে চেয়ে হুমকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার তীব্র বিরোধিতা করেছেন পড়ুয়ারা। পাশাপাশি তাঁরা প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং অধ্যাপকদের নীরবতা নিয়েও। তাঁদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি’র প্রতিবাদে সরব হতে হবে উপাচার্য ও অধ্যাপকদেরও। নইলে ধরে নেওয়া হবে তাঁরা ক্ষমতার সঙ্গী। আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, হয় এই বিল প্রত্যাহার করা হোক, নয় লড়াই চলবে।

Comments are closed.