রাফাল ইস্যুতে রাহুল গান্ধীকে চিঠি অনিল আম্বানীর, বললেন ভুল তথ্য দেওয়া হচ্ছে কংগ্রেসকে

ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে কেন্দ্রকে চেপে ধরেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার অনিল আম্বানির সংস্থাকে আর্থিক সুবিধা পাইয়ে দিতে, ইউপিএ জমানায় করা এই চুক্তির থেকে বেশি টাকায় ফ্রান্সের থেকে ৩৬ টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। রাহুল গান্ধী নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন, এই ইস্যুতে তাঁর সঙ্গে বিতর্কে যোগ দিতে। দেশের ১০০ টি শহরে এই ইস্যুতে প্রথম সারির কংগ্রেস নেতারা সাংবাদিক বৈঠক করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অবস্থায় এবার রাফাল ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখলেন শিল্পপতি অনিল আম্বানি। জানা গেছে, গত সপ্তাহে রাহুলকে চিঠিতে অনিল লিখেছেন, রাফাল চুক্তি নিয়ে তাদের কিছু কর্পোরেট প্রতিপক্ষ, বিদ্বেষপরায়ণতাবসত নিজেদের কায়েমী স্বার্থে কংগ্রেসকে অসত্য, বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। এই চুক্তি থেকে রিলায়েন্স হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত মুনাফা করছে বলে যে দাবি কংগ্রেসের তরফে করা হচ্ছে, তাও সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি এই শিল্পগোষ্ঠীর। উল্লেখ্য, ভারতে রাফাল যুদ্ধ বিমান সরবরাহকারী ফরাসী সংস্থা ড্যাসল্টের সঙ্গে, যৌথ উদ্যোগে এই বিমান রক্ষণাবেক্ষন ও আধুনিকীকরণের জন্য চুক্তি হয়েছে অনিল আম্বানীর রিলায়েন্সের। অনিল আম্বানী আরও জানিয়েছেন, এই চুক্তির আগের মুহূর্তে তারা প্রতিরক্ষা বিষয়ক সংস্থা খুলেছেন বলে কংগ্রেস যে অভিযোগ করছে তাও ঠিক নয়। এই চুক্তির অনেক আগেই তাঁরা এই সংস্থা চালু করেছেন।

Comments are closed.