ফের মেট্রোতে মরণঝাঁপ, ব্যাহত ট্রেন চলাচল

মঙ্গলবার দুপুরে ফের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। এই ঘটনার পর ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিন মধ্যবয়স্ক এক ব্যক্তি পার্ক স্ট্রিট মেট্রোর ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করে। একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন রেলকর্মীরা।

মেট্রোযাত্রীদের সমস্যায় পড়তে হয়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত শুধু চলে মেট্রো রেল। অন্যদিকে দক্ষিণে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। খুব শীঘ্র মেট্রো চলাচল স্বাভাবিক হবে বলে আশ্বাস দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। অবশেষে রেলকর্মীদের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।

উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিনও কলকাতা মেট্রোয় মরণঝাঁপ দিয়েছিলেন এক মহিলা। ওই মহিলাও অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দমদমগামী মেট্রো নিউ গড়িয়া ঢোকার আগেই ওই মহিলা ঝাঁপ দেন লাইনে। চালক এমারজেন্সি ব্রেক কষে রক্ষা করেম ওই মহিলাকে। লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয় ওই মহিলাকে। এর একদিনের মাথায় ফের আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।

Comments are closed.