কোথায় অনুব্রত মণ্ডল? হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় বাহিনী

হন্যে হয়ে খুঁজছেন ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

প্রতিবারের ন্যায় এবারও কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল। কিন্তু একুশের ভোটে নয়া খেল দেখালেন কেষ্ট মণ্ডল। বাড়ি থেকে বেরলেন যখন, সঙ্গে কমিশনের লোকজন। কিন্তু গাড়ির চাকা গড়াতেই উধাও অনুব্রত! এই ছিল, এই উধাও। বাড়ি থেকে বেরোন মাত্রই বাহিনীর নজরের বাইরে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হন্যে হয়ে খুঁজছেন ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

বীরভূমের ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল বিকেল সাড়ে ৫ টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত কমিশনের নজরদারিতে থাকবে অনুব্রত। নজরবন্দি থাকাকালীন তাঁর সমস্ত গতিবিধি ভিডিওগ্রাফি করা হবে এমনটাও জানায়েছিল কমিশন। কমিশন জানিয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় ভোটের সময় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত।

বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ অনুব্রত তাঁর বাড়ি থেকে বেরোন। কিছুক্ষণ বাহিনীর নজরে থাকার পর হঠাৎ উধাও হয়ে যায় অনুব্রতর গাড়ি। বীরভূমের বোলপুর থেকে নানুর নানা জায়গায় মরিয়া হয়ে খুঁজেছে কেন্দ্রীয় বাহিনী।

ভোটের দিন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা নতুন ঘটনা নয়। এর আগে ২০১৬ এবং ২০১৯ এ ভোটের সময়ও কমিশন তাঁকে নজরবন্দি করেছিল। কিন্তু একেবারে বাহিনীর চোখকে ফাঁকি দিলেন অনুব্রত মণ্ডল।

Comments are closed.