জেল থেকে হাসপাতালে গেলেন অনুব্রত; শারীরিক পরীক্ষার জন্য তৈরি একদল চিকিৎসক 

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার সকালে জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। আদালতের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘন্টা অন্তর অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সেই মতো এদিন একদল চিকিৎসক প্রস্তুত রয়েছেন আসনসোল্ আদালত চত্বরে। 

এদিন সকাল ১১টা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে, ইএনটি স্পেশালিস্ট, হাড়, মেডিসিন এবং একজন সার্জেন্ট উপস্থিত রয়েছেন। আসানসোল জেলা হাসপাতালের সুপারও রয়েছেন। ইতিমধ্যেই হাসপাতাল চত্বর আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এদিন জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও সারা রাস্তা জুড়ে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। 

বুধবারই সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁর শারীরিক অবস্থার কথা বিচার করে ৪৮ ঘন্টা অন্তর অনুব্রতর শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে বিচারক অনুব্রতকে সব ঔষুধ এবং অক্সিজেন সিলিন্ডারও জেলে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। 

Comments are closed.