কোনও বেনামি সম্পত্তি নেই, তদন্তে ১০০ বার সহযোগিতা করছি; অনুব্রত 

আমার কোনও বেনামি সম্পত্তি নেই। শনিবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য সিবিআই যখন তাঁকে নিজাম প্যালেসে থেকে বের করে নিয়ে যাচ্ছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে গাড়িতে ওঠার আগে এও বলে গেলেন, তিনি সিবিআইকে ১০০ বার তদন্তে সহযোগিতা করছেন। 

জন্মাষ্টমীর দিন অর্থাৎ শুক্রবার কেষ্ট মণ্ডলের রাইস মিলে অভিযান চালিয়েছিল সিবিআই। সেখানে প্রায় ৬ ঘন্টা তল্লাশি চালিয়ে কয়েকটি গাড়ি এবং বেশ কিছু নথির খোঁজ পেয়েছে সিবিআই। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নথি থেকে জানা গিয়েছে, স্ত্রী ও কন্যার নামে বেশ কিছু জমি কিনেছেন অনুব্রত। সেই সঙ্গে দুটি রাইস মিল বাদেও বীরভূমে এবং পুরুলিয়ার চালকলেও টাকা লগ্নি করেছেন। তদন্তকারীদের দাবি, জমি কিনতে গোরু পাচারের টাকা ব্যবহার করা হয়েছে কিনা তা তাঁরা খতিয়ে দেখছেন। 

শনিবার সকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। সেখান থেকে এদিনই তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে বলে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত তদন্তে সহযোগিতা করেছেন না। সিবিআই এদিন অনুব্রতকে আদালতে পেশ করে আরও কিছুদিন হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে। 

Comments are closed.