কলকাতার নতুন সিপি অনুজ শর্মা, রাজীব কুমার যাচ্ছেন সিআইডিতে

কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন অনুজ শর্মা। মঙ্গলবার সেই নির্দেশিকা জারি হল নবান্ন থেকে। রাজীব কুমার হলেন এডিজি সিআইডি।

১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার অনুজ শর্মা এর আগে ডিসি ইএসডি, ডিসি সাউথ-সহ কলকাতা পুলিশের একাধিক পদে কাজ করেছেন। রাজ্যে যে অফিসারদের একই পদে তিন বছরের বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং যাঁরা নিজের জেলায় পোস্টেড ছিলেন তাঁদের ২০ শে ফেব্রুয়ারির মধ্যে অন্য পদে বদলি করার জন্য রাজ্যকে জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বিভিন্ন পদে বদলি চলছিলই। মঙ্গলবার নবান্ন নির্দেশিকা জারি করে জানায়, কলকাতার পুলিশ কমিশনার হচ্ছেন অনুজ শর্মা। আগে তিনি এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। অন্যদিকে ৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমারকে পাঠানো হচ্ছে সিআইডির এডিজি পদে। সেই পদে আগে ছিলেন সঞ্জয় সিংহ, তাঁকে দক্ষিণবঙ্গের এডিজি পদে বদলি করা হচ্ছে। সিদ্ধিনাথ গুপ্তাকে এডিজি আইন শৃঙ্খলা, জয়ন্তকুমার বসুকে ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্সেসের ডিরেক্টর, নীরজকুমার সিংহকে আইবির এডিজি ও বিশাল গর্গকে হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার পদে পাঠানো হচ্ছে।

Comments are closed.