মিথ্যার আশ্রয় নিচ্ছেন ‘জোকার রাজপুত্র’, নাম না করে রাহুলকে বেনজির আক্রমণ জেটলির

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বেনজির আক্রমণে বিজেপি। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, ভারতের মতো বিশ্বের বৃহৎ গণতন্ত্রের মানুষের এবার ভাবার সময় এসেছে, তাঁরা জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে ‘জোকার রাজপুত্র’কে আর মিথ্যার রাজনীতি চালিয়ে যেতে দেবেন কিনা। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে এভাবেই নাম না করে রাহুল গান্ধীকে বিঁধলেন দেশের অর্থমন্ত্রী। কংগ্রেসের রাজনীতিকে ‘দূষিত’ বলে উল্লেখ করে এদিন তিনি লেখেন, লাগাতার মিথ্যা কথা বলে আসছে কংগ্রেস। তাদের উদ্দেশ্য বারবার একই মিথ্যে বলে যাওয়া, যাতে তা দেশের মানুষের কাছে সত্যি বলে মনে হয়। জেটলি এদিন বলেছেন, কংগ্রেস এতদিন দাবি করে আসছিল তারা কেন্দ্রের ক্ষমতা থেকে চলে আসার সময় অনুৎপাদক সম্পত্তি এনপিএ’র পরিমাণ ছিল ২.৫ লক্ষ কোটি টাকা। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, আদতে তা প্রায় ৯ লক্ষ কোটি টাকার কাছাকাছি। রাফায়েল ইস্যুতেও কংগ্রেসকে এদিন তুলোধনা করেছেন জেটলি। বলেছেন, এই ইস্যুতে কিছু ভুয়ো তথ্য তৈরি করেছে কংগ্রেস, আর বারবার সেগুলি দেখিয়ে তারা মিথ্যাচার করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে বারবার বলা এই মিথ্যাগুলি বলে একটা ইস্যু তৈরি করা যায় ও জনগণ তা বিশ্বাস করে নেয়। কোনও ইস্যু না পেয়েই কংগ্রেস এরকম দূষিত রাজনীতির খেলায় নেমেছে বলে এদিন কটাক্ষ করেছেন জেটলি। নরেন্দ্র মোদীর আমলে ১৫ জন শিল্পতির ঋণ মাপ করে দেওয়া হয়েছে বলে বিরোধীদের দাবিও নস্যাৎ করেছেন তিনি।
যদিও কংগ্রেস নিজেদের প্রতিক্রিয়ায় জেটলিকে পালটা মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছে। গত সপ্তাহে দেশ থেকে পলাতক শিল্পপতি বিজয় মালির এক বিবৃতির পর থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিল বিজেপি শিবির।  মালিয়া দাবি করেন, দেশ ছাড়ার পূর্বে তিনি সংসদে জেটলির সাথে দেখা করে তাঁকে মিটমাটের প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি যে লন্ডন চলে যাচ্ছেন তাও জানিয়েছিলেন। যদিও মালিয়ার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে আত্মপক্ষ সমর্থনে বলেছেন জেটলি। মালিয়াও পরে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সাফাই দিয়েছেন। কিন্তু এই ঘটনাকে তুলে ধরে গত এক সপ্তাহ ধরে লাগাতার কেন্দ্রকে বিঁধে চলেছে কংগ্রেস। তাদের দাবি, মালিয়ার দাবি যে সঠিক তার প্রমাণ এক কংগ্রেস সাংসদ, যিনি সংসদে মালিয়ার সাথে অরুণ জেটলিকে বৈঠক করতে দেখেছিলেন।

Comments are closed.