মার্কিন মুলুকে নাম উজ্জ্বল বাঙালি সন্তানের, স্ট্যানফোর্ডের গবেষণা কেন্দ্রের শীর্ষে অরুণ মজুমদার

আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নয়া গবেষণা কেন্দ্রের শীর্ষে বাঙালি সন্তান। বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে সমস্যা কীভাবে সমাধান করা যায়, সেইকারণে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’ নামে এক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। যার শীর্ষে থাকবেন বাঙালি সন্তান অরুণ মজুমদার।

১০১ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার ৭৬০ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’ নামে ওই গবেষণা কেন্দ্র। সেখানকার এক শিল্পপতি জন ডোয়ের অর্থ সাহায্যে বানানো হচ্ছে এই গবেষণা কেন্দ্র। অরুণ মজুমদারকে শীর্ষ পদে রাখার বিষয়ে জন ডোয়ে বলেছেন, অরুণের মধ্যে ক্ষমতা আছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ওর জ্ঞান অসীম। তাই ওর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। অন্যদিকে ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’ নামে এই গবেষণা কেন্দ্রের শীর্ষের দায়িত্ব পাওয়ার পর অরুণ মজুমদার বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে যেসব সমস্যা হচ্ছে তার সমাধানের লক্ষ্যে এই কেন্দ্র কাজ করবে।

১৯৮৫ সালে আইআইটি বম্বে থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করে আমেরিকা গিয়েছিলেন অরুণ মজুমদার। বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আমেরিকার বেশ কয়েকটি নামী অ্যাকাডেমির সদস্যও তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটিরিয়াল সায়েন্সের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জে প্রিকোর্ট প্রোভোস্টিয়াল চেয়ার প্রফেসর অরুণ প্রিকোর্ট ইনস্টিটিউট অব এনার্জির সহ অধিকর্তার পদেও ছিলেন। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আমেরিকায় বিদ্যুৎ দফতরের আন্ডার সেক্রেটারি পদেও ছিলেন অরুণ।

 

 

Comments are closed.