উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই অসমের পড়ুয়ারা পাচ্ছে বিনামূল্যে স্কুটি, প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমে এই পুরস্কার

এবার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু। উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাওয়া যাচ্ছে স্কুটি। আগেই অসম সরকার ঘোষণা করেছিল, উচ্চ মাধ্যমিকে ছাত্রীরা ৬০ শতাংশ আর ছাত্ররা ৭৫ শতাংশ নম্বর পেলেই স্কুটি পাবে। পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই ঘোষণা করা হয়েছিল। এবার তা কার্যকরী করা হয়েছে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু।

প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানান অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু। তিনি বলেন, উচ্চ মাধ্যমিকে পড়ুয়াদের ভালো ফল করানোর লক্ষ্যে এই পুরস্কার। করোনার কারণে গত বছর অফলাইনে পরীক্ষা দেয়নি পড়ুয়ারা। কিন্তু এই বছর অফলাইনে পরীক্ষা দিয়েছে। তাই এই বছর স্কুটি দেওয়া হচ্ছে। অসমের শিক্ষা মন্ত্রী আরও বলেন, যারা এই পুরস্কার পাচ্ছে তাঁরা আরও ভালোভাবে পড়াশোনা করবে। আর যাঁরা এই পুরস্কার পায়নি, তাঁদের আরও ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করবে এই পুরস্কার।

এই বছর অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরেই পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছিলেন, ছাত্রীরা ৬০ শতাংশ আর ছাত্ররা ৭৫ শতাংশ নম্বর পেলেই বিনামূল্যে স্কুটি পাবে। ১৫ অক্টোবরের মধ্যে তাদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে বলেও জানিছিলেন তিনি।

Comments are closed.