কমিশনের মদত না থাকলে বিজেপি ৩০ পেরোত না! বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী, মানবাধিকার কমিশনকে আক্রমণ

রাজ্যপালের জবাবি ভাষণ আলোচনার সময় উত্তপ্ত বিধানসভা। বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে ল্যাজ ছাড়া হনু বলে কটাক্ষ মমতার। শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। 

রাজ্যপালের জবাবি ভাষণের আলোচনার সময় উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে রাজ্যে বহিরাগত দিয়ে ভোরে দিয়েছিল বিজেপি। বাংলার মানুষ তাদের উচিত শিক্ষা দিয়েছে। মমতা ব্যানার্জি বলেন, আমি বিজেপির সঙ্গে আগেও কাজ করেছি। বাজপেয়ী, রাজনাথ সিংহ, সুষমা স্বরাজের নাম উল্লেখ করে তাঁর কটাক্ষ, এখন বিজেপি হল ল্যাজ ছাড়া হনু। নির্বাচন কমিশন বিজেপিকে মদত না করলে ৩০ আসনও পেত না। 

মুখ্যমন্ত্রী জানান, খেলা হবে স্লোগানের সামনেই ধরাশায়ী হয়েছে বিজেপি। এরপর রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে বলেও জানান তিনি। রাজ্যপালের ভাষণের সময় গোলমাল প্রসঙ্গেও বিজেপিকে বিঁধেছেন মমতা। তাঁর মন্তব্য, রাজ্যপাল কেন্দ্র মনোনীত। তাও তাঁকে বলতে দেওয়া হল না। তাঁর অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। 

এদিকে এদিন শুভেন্দু বলতে উঠতেই তাঁকে কটাক্ষ করা হয় বলে অভিযোগ। শুভেন্দুর অভিযোগ, তাঁকে বাবা তুলে অপমান করা হয়েছে। তারপরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বেরিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বিরোধীদের কণ্ঠরোধ বিধানসভার অন্দরেও অব্যাহত। স্পিকার দলদাস হয়ে কাজ করছেন বলেও দাবি তাঁর। 

বিধানসভা শেষে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা দেয় সল্টলেক। দুপুর সাড়ে ৩ টে নাগাদ মুকুল রায়ের বাড়িতে পৌঁছন মমতা ব্যানার্জি। আজই মুকুলের স্ত্রী বিয়োগ হয়েছে। সমবেদনা জানাতেই সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল সকাল ৭ টায় বিমানে মায়ের দেহ নিয়ে কলকাতায় নামবেন শুভ্রাংশু। তারপর বাবাকে নিয়ে কাচরাপাড়ার বাড়িতে যাবেন ছেলে। সেখানেই হবে শেষকৃত্য। 

Comments are closed.