রাজ্যে ৮ বিধানসভার উপনির্বাচনে বিজেপি এগিয়ে ৪ আসনে, ৩ কেন্দ্রে তৃণমূল এবং ১ কেন্দ্রে কংগ্রেস

লোকসভার ভোটের পাশাপাশি এ রাজ্যে উপনির্বাচনেও ভাল ফলের সম্ভাবনা বিজেপির। রাজ্যে ৮ কেন্দ্রে উপনির্বাচন হয়, যার মধ্যে ৪ টি আসন, ভাটপাড়া, হবিবপুর, কৃষ্ণগঞ্জ ও দার্জিলিঙয়ে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে উলুবেড়িয়া পূর্ব, নওদা এবং ইসলামপুর কেন্দ্রে। মুর্শিদাবাদের কান্দি বিধানসভায় উপনির্বাচনের গণনায় এগিয়ে রয়েছে কংগ্রেস।
দুপুর ১ টা পর্যন্ত ভোট গণনায় ভাটপাড়া থেকে এগিয়ে রয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের ছেলে পবন কুমার সিংহ। তৃণমূল প্রার্থী মদন মিত্রের থেকে ২৪ হাজার ৯৯৮ ভোটে এগিয়ে রয়েছেন পবন সিংহ। দার্জিলিঙ উপনির্বাচনে বিজেপি প্রার্থী নীরজ তামাং ১৫ হাজার ৮০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী বিনয় তামাংয়ের থেকে।
হবিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু ৯ হাজার ২০৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের অমল কিস্কুর থেকে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রমথ রঞ্জন বোসের চেয়ে ৯ হাজার ৫৪১ ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী আশিস কুমার বিশ্বাস।
হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি ৯ হাজার ৯৭৩ ভোটে এগিয়ে আছেন বিজেপির প্রত্যুষ মণ্ডলের থেকে। মুর্শিদাবাদের নওদা কেন্দ্রে তৃণমূলের শাহিনা মমতাজ বেগম এগিয়ে রয়েছেন ১৮ হাজার ৯৫১ ভোটে। উত্তর দিনাজপুরের ইসলামপুর কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরী ১৮ হাজার ৪২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলের থেকে।
অন্যদিকে, কান্দির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সইফুল আলম খান তৃণমূলের গৌতম রায়ের চেয়ে ৪ হাজার ৬৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।
এই প্রবণতা বজায় থাকলে রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা ৩ থেকে বেড়ে ৭ হতে চলেছে।

Comments are closed.