এবার ডেঙ্গি প্রাণ নিল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার

এবার ডেঙ্গি প্রাণ নিল বেলেঘাটা আইডির কর্তার। মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (৪২)। হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনির্বাণ হাজরা। বেলেঘাটা আইডি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। জ্বর নিয়ে ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি৷ রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত তাঁর প্লেটলেট ছিল ১ লক্ষ ২০ হাজার৷ রাতে হঠাৎ অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে৷ রাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু সকালেই মৃত্যু হয়। গত বছর করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁর শরীর দুর্বল ছিল। শেষ পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ গেল তাঁর।

রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি। শিলিগুড়ি পুরসভার এক মেয়র পারিষদও ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, জলপাইগুড়িতে গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা, ৩ হাজার পেরিয়ে গেছে। দার্জিলিং গত ৭দিনে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ২৪৪ জন। সেখানেও মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২,৫০০ পেরিয়ে গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ নিয়ে পুরসভা অভিযান করে বিজেপি।

Comments are closed.