মে মাসের গোড়াতে কলকাতায় প্রধানমন্ত্রী! উদ্বোধন করতে পারেন নতুন রুটের মেট্রো ও বন্দে ভারত 

মে মাসের গোড়াতেই কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গেরুয়া শিবির সূত্রে খবর, কলকাতা সফরে মূলত কবি সুভাষ থেকে রুবি মেট্রো এবং হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন তিনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর সফর সঙ্গী হতে পারেন।

ইতিমধ্যেই ১৬ কোচের নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। সেমি হাইস্পিড ট্রেনটি করে মাত্র সাড়ে ঘন্টার মধ্যেই পুরী পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। শুক্রবার সকালেই হাওড়া থেকে সকাল ৬টা বেজে ১০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। ৬ ঘন্টা ২৫ মিনিট পর দুপুর ১২টা ৩৫-এ পুরী পৌঁছে গিয়েছে। আবার ১.৫০ ট্রেনটি পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ৮.৩০-এ হাওড়ার পৌঁছানোর কথা। যদিও প্রধানমন্ত্রী কবে উদ্বোধনে আসছেন তার নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি।

উল্লেখ্য এর আগে ইংরেজির নতুন বছরে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করে। সে সময়ে নতুন বন্দে ভারতের উদ্বোধনে কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। যদিও সে সময় তাঁর মা প্রয়াত হওয়ায় তিনি আসতে পারেননি। তবে ভার্চুয়ালি হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবারে সব ঠিক থাকলে একই দিনে দুটি বন্দে ভারত এবং নতুন রুটে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Comments are closed.