পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসিটিভি’তে মুড়ে ফেলতে হবে; মাধ্যমিক নিয়ে নতুন নির্দেশ পর্ষদের

টেট’র পর এবার মাধ্যমিকের প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও কড়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকেও এবার সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি রাখতে হবে। কোনও পরীক্ষা কেন্দ্রে নূন্যতম তিনটি সিসিটিভি ক্যামেরা না লাগানো থাকলে সে স্কুলে কোনও পরীক্ষা হবে না। সম্প্রতি স্কুলগুলিতে এমনটাই নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

আগে শুধুমাত্র স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলোতেই সিসিটিভির ব্যবহার বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন বছর থেকে তা সব কেন্দ্রের ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নতুন এই নির্দেশিকা মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে ফেব্রুয়ারি মাসে পর্ষদের তরফে প্রতিনিধিরা স্কুলগুলোতে যাবে। কোনও স্কুল নির্দেশ অমান্য করলে পরীক্ষা কেন্দ্র হিসেবে সেই স্কুলের নাম বাদ রাখা হবে।  

শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুলগুলোতে নূন্যতম তিনটি করে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। প্রথমটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে। দ্বিতীয় ক্যামরিটি থাকবে প্রধান শিক্ষকের ঘরে এবং তৃতীয়টি প্রশ্নপত্র রাখার ঘরে। পর্ষদের এক কর্তার কথায়, মাধ্যমিকের প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপোষ করতে রাজি নই আমরা। প্রশ্নপত্র নিয়ে কোনও রকমের অভিযোগ উঠলে সে তথ্য যাতে আমাদের কাছে থাকে, তার জন্যই এই ব্যবস্থা। 

Comments are closed.