বাবুল সুপ্রিয়: পাঁচ মাস আগে যা বলেছিলাম, এখন তারই প্রতিধ্বনি হচ্ছে, দেখতে থাকুন রাজ্যে বিজেপি দ্রুত বিলুপ্ত হবে 

জয়প্রকাশদের মন্তব্য হাতিয়ার করে এবার রাজ্য বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়েছিলেন বাবুল। এবার সেই প্রসঙ্গ টেনে এনে তিনি ট্যুইটে বলেন, পাঁচ মাস আগে রাজ্য বিজেপি সম্পর্কে আমি যা বলেছিলাম এখন সাংবাদিক বৈঠকে তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে। 

জয়প্রকাশ মজুমদারদের নিয়ে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে এদিন বিজেপিকে বিঁধতে পরপর দু’খানি ট্যুইট করেন আসনসোলের প্রাক্তন সাংসদ। প্রথম ট্যুইটে রাজ্য বিজেপিকে তাঁর তীব্র কটাক্ষ, অজন্তা সার্কাসের পূর্ববর্তী রিং মাস্টারকে দিয়ে অনভিজ্ঞ জোকারদের উত্থান ঘটেছিল। দেখতে থাকুন, মানুষের প্রত্যাখানের জেরে বিজেপি দ্রুত পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে। 

পুরোনো দলকে আক্রমণ শানাতে এখানেই থামেননি বাবুল। আরেকটি ট্যুইটে তিনি দাবি করেন, রাজ্যে বিজেপির যাঁরা অভিজ্ঞ নেতা, যাঁরা প্রকৃতই মানুষের জন্য কাজ করতে চান, তাঁরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগ দিচ্ছেন। 

উল্লেখ্য, দলবিরোধী কার্যকলাপের অভিযোগে রবিবার জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করে রাজ্য বিজেপি। এ নিয়ে মঙ্গলবার রাজ্য বিজেপির নেতৃত্বের একাংশকে তীব্র আক্রমণ শানান বিক্ষুব্ধ দুই বিজেপি নেতা।  

Comments are closed.