স্মরণে অটল বিহারী বাজপায়ী। ট্যুইটারে শ্রদ্ধা রাজনীতিবিদদের

বৃহস্পতিবার বিকেল ৫ টা ৫ মিনিটে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরই শোকে মুহ্যমান দেশের রাজনৈতিক মহল। ট্যুইট করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোকবার্তায় লিখেছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। ওনার নেতৃত্ব, দূরদর্শিতা, ওনার বক্তৃতাই প্রমাণ তাঁর বিপুল ব্যক্তিত্বের। উনি সর্বদা আমাদের স্মৃতিতে থাকবেন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় বাজপায়ীর এই চলে যাওয়াকে নিজের ব্যক্তিগত ক্ষতি হিসাবে উল্লেখ করে শোকবার্তায় লিখেছেন, ‘আমি নির্বাক, আমি শূন্য। নিজের সম্পূর্ণ জীবন রাষ্ট্রকে উৎসর্গ করেছিলেন। ওনার এই মৃত্যু একটা যুগের অবসান।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর এই চলে যাওয়ায় ব্যক্তিগতভাবে তাঁর অপূরণীয় ক্ষতি বলে শোকবার্তায় উল্লেখ করেছেন মোদি। লিখেছেন, ‘আমাদের মতো দলীয় কর্মীদের কাছে উনি একজন অনুপ্রেরণা ছিলেন।’ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘আজ দেশ তার এক মহান পুত্রকে হারাল। দেশের অসংখ্য মানুষ তাঁকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। আমরা তাঁর অভাব বোধ করব।’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘দেশের এক মহান নাগরিক ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ীর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই চলে যাওয়া দেশের পক্ষে এক বিরাট ক্ষতি। ওনার সঙ্গে কাটানো মুহূর্তগুলি আজীবন মনে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই।’ বিজেপি সভাপতি অমিত শাহ তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা ও দলের প্রথম সভাপতি হিসাবে নিজের শক্তি ও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি দলকে বট বৃক্ষে পরিণত করেছিলেন।’ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারম ইয়েচুরি লিখেছেন, ‘যদিও আমাদের মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত প্রভেদ ছিল, কিন্তু তাঁর ভালো স্বভাব, নম্রতা, সব দলের রাজনৈতিক নেতার সঙ্গে সদ্ভাব অবশ্যই নজরকাড়া ছিল।’

Comments are closed.