খুব শীঘ্রই শিয়ালদহ থেকে চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানেন কোন রুটে ছুটবে এই বিশেষ ট্রেন 

আগেই জানা গিয়েছিল খুব শীঘ্রই রাজ্য থেকে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু হতে চলছে। তবে কোন কোন রুটে যাবে বা কোথা থেকে ছাড়বে তা নিয়ে রেলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও বিজেপি সাংসদ রাজু বিস্তের নতুন ঘোষণায় আশার এল দেখছে রাজ্যবাসী। বিজেপি সাংসদ জানিয়েছেন, খুব তাড়াতড়ি শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। 

সম্প্রতি শিলিগুড়ি রেল স্টেশনের একটি অনুষ্ঠানে এসে বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই পরিষেবা চালু হলে সমতলের সঙ্গে পাহাড়ের যোগাযোগ আরও দৃঢ় হবে। খুব অল্প সময়ের মধ্যেই কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে কলকাতা আসা যাওয়া করা যাবে। এর জেরে উত্তরবঙ্গের বাসিন্দারা তো উপকৃত হবেনই। সেই সঙ্গে উত্তরবঙ্গের পর্যটন ব্যবস্থাও আরও উন্নত হবে। 

উল্লেখ্য, বর্তমানে দেশে বিভিন্ন রুটে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। সম্প্রতি মাইসুরু-চেন্নাই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। এছাড়াও, মুম্বাই-আহমেদাবাদ, নয়া দিল্লি- বারাণসী এবং নয়া দিল্লি-বৈষ্ণদেবী রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস।  

Comments are closed.