“মা আমি বাচঁতে চাই, আমাকে বাঁচিয়ে নাও মা…” পীরমণিকে খুন ও ধর্ষণের চেষ্টা, বিচার চাইলেন শেখ হাসিনার কাছে

“আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।“  বাংলাদেশের প্রভাবশালী এবং প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর বিরুদ্ধে খুন এবং ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ আনলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা পরীমনি।

এই অন্যায়ের বিচার চাইতে রবিবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে নায়িকা স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, “এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা।“

এই ঘটনার পর স্যোশাল মিডিয়ায় চাঞ্চল্য শুরু হয়ে যায়। পরীমনির অভিযোগ, চার দিন ধরে ভাবছিলেন কার কাছে এই ঘটনা জানাবেন। শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারস্থ হন। অভিনেত্রীর বক্তব্য, “আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।“  তিনি জানান, রবিবার রাতে নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েও কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

বাংলাদেশের সংবাদ সুত্রে খবর, রবিবার পরীমনি জানান, ১০ জুন রাতে তিনি এবং তাঁর দুই বন্ধু একটি ক্লাবে যান। সেখানেই কয়েকজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। এর পর তাঁদের মধ্যে একজন তাঁর মুখে মদের গ্লাস চেপে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পীরমণির অভিযোগ, তাঁকে মারধর করা হয়।এছাড়াও তাঁর সঙ্গে থাকা বন্ধুটিকেও মারা হয়। তাঁর অভিযোগের আঙুল বাংলাদেশের সুপরিচিত এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর দিকেও।

পীরমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর কোন উপায় খুঁজে না পেয়ে এই পোস্ট করেন তিনি। পোস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পীরমণীর কাতর অনুরোধ, “আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা…।”

Comments are closed.