চলতি বছরের ডিসেম্বরে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ। এমনই জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) একটি নোটিসে।
রাজ্যের স্থানীয় উৎসবকে মাথায় রেখে ছুটির তালিকা তৈরি করেছে আরবিআই। এছাড়াও কিছু ছুটি সারা দেশের ব্যাঙ্কের জন্য প্রযোজ্য।
দেখে নিন ডিসেম্বর মাসে কোন কোন দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, রাজ্যভেদে বদলে যেতে পারে ছুটি। অনেক ক্ষেত্রেই আরবিআইয়ের ছুটি সংক্রান্ত নির্দেশিকার অদলবদল করে থাকে রাজ্যগুলো।
১ ডিসেম্বর – গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন
৩ ডিসেম্বর – কনকদশা জয়ন্তী/ ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার
১২ই ডিসেম্বর – পা টোগান নেংমিনজা সাংমা
১৭ ডিসেম্বর- লোসোং/নামসোং
১৮ই ডিসেম্বর- থাম/লোসোং/নামসোং
১৯শে ডিসেম্বর- গোয়া লিবারেশন ডে
২৪শে ডিসেম্বর- ক্রিসমাস ফেস্টিভ্যাল
২৫শে ডিসেম্বর- বড়দিন
২৬শে ডিসেম্বর – ক্রিসমাস ফেস্টিভ্যাল
৩০শে ডিসেম্বর- ইউ কিয়াং নাংবাহ
৩১ ডিসেম্বর- নিউ ইয়ার্স ইভ