চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণের পথে কেন্দ্র?

দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার? সূত্রের খবর, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেশের এই চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরণের ব্যাপারে প্রাথমিক উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) পর দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক, যার মোট সম্পদের পরিমাণ হবে ১৬.৫৮ ট্রিলিয়ন টাকা।
অনাদায়ী ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়া এবং অন্যান্য সমস্যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এই মুহূর্তে রীতিমতো জর্জরিত অবস্থায় রয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এই চারটি ব্যাঙ্কের মোট লোকসানের পরিমাণ ২১,৬৪৬.৩৮ কোটি টাকায় পৌঁছেছে। এই খারাপ অবস্থা থেকে ব্যাঙ্কগুলিকে বের করে আনার জন্যই অর্থ মন্ত্রক এই সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সূত্রের খবর, আইডিবিআই-এর ৫১ শতাংশ শেয়ারও বিক্রি করা হতে পারে। সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিপুল তছরূপের ঘটনায় দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। এই অবস্থায় চারটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্তিকরণ ঘটিয়ে গ্রাহকদের মনে আস্থা ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার। এর ফলে গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলেই অর্থ মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.