বাসন্তী পুজোর শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি

বাসন্তী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফেসবুকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শুক্রবার বাসন্তী পুজোর সপ্তমী।

অন্যদিকে ফেসবুক বাসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যনার্জি।

শরৎকালে দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসুব। আর বসন্ত কালে বাসন্তী পুজোর মাধ্যমে মা দুর্গার পুজো হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি স্থাপন করা হয় বাসন্তী দুর্গাপুজোর মাধ্যমে। পুরাণ অনুযায়ী চিত্রবংশের রাজা সুরথ বসন্ত কালে দুর্গার আরাধনা করেন। অন্য দিকে রামায়ণে শরৎ কালে দেবীর অকালবোধন করে দুর্গাকে আহ্বান জানালে শুরু হয় শারদীয়া দুর্গোৎসব। অতএব শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, বসন্ত কালে দেবী দুর্গার আরাধনাই শ্রী শ্রী বাসন্তী পুজো নামে বিখ্যাত। এই বছর মঙ্গলবার ছিল এই পুজোর পঞ্চমী। সোমবার দশমী হয়ে শেষ পুজো।

Comments are closed.