ইমরানের চিন সফরের সময় পি টিভিতে ‘বেজিং’কে ‘বেগিং’ বলে উল্লেখ, পাকিস্তানে সোশ্যাল মিডিয়ায় ঝড়

কেলেঙ্কারি কাণ্ড যাকে বলে। প্রধানমন্ত্রী ইমরান খানের চিন সফরের সময় সরকারি টেলিভিশন চ্যানেল পি টিভি’তে ভুল লেখা সম্প্রচারিত হওয়ায় বরখাস্ত হলেন চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর। ২ থেকে ৫ অক্টোবর চিন সফরে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই সময় সেখানকার এক অনুষ্ঠানে যোগ দেন ইমরান। পি টিভি নিউজে সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় ‘বেজিং’কে ‘বেগিং’ বলে লেখা হয়। জানা গেছে, সরাসরি খবর সম্প্রচারের সময় ওই টিভি নিউজ চ্যানেলটির স্ক্রিনের বাঁ দিকে জায়গার নাম ‘বেজিং’ এর জায়গায় ‘বেগিং’ কথাটি লেখা হয়। যা ২০ সেকেন্ড স্থায়ী ছিল, পরে তা শুধরে নেওয়া হয়।
এর পরই ওই স্ক্রিণ শট ভাইরাল হয়ে যায় গোটা পাকিস্তানে। সোশ্যাল মিডিয়ায় ইমরান বিরোধীরা প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী ভিক্ষে করতে (বেগিং) চিনে গিয়েছেন। বিষয়টি নিয়ে ট্রোল শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চ্যানেল কর্তৃপক্ষ দাবি করে, অনিচ্ছকৃতভাবে টাইপিং ভুল হয়েছে। কিন্তু কড়া অবস্থান নিয়েছে ইমরান খানের সরকার। চ্যানেলটির এম ডি আরশাদ খানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments are closed.