বাংলার মানুষও তৃণমূল নেতাদের সঙ্গে একই আচরণ করবে, অভিষেককে হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া বঙ্গ বিজেপির

অপেক্ষা করুন, বাংলার মানুষও তৃণমূল নেতাদের সঙ্গে এমনটাই করবেন। সোমবার ত্রিপুরায় অভিষেকের গাড়িতে লাঠি নিয়ে হামলার ঘটনায় প্রতিক্রিয়া রাজ্য বিজেপির।

সোমবার অভিষেকরর ত্রিপুরা সফর ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। ডায়মন্ড হারবারে সাংসদের গাড়িতে বেশ কয়েকবার লাঠি নিয়ে নিয়ে হামলা চালান কয়েকজন বিক্ষোভকারী। অভিষেক নিজে সেই দৃশ্যের ভিডিও ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেন। সেই সঙ্গে ত্রিপুরেশ্বরী মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, ত্রিপুরার মানুষ সবটা দেখছেন, তাঁরাই এর জবাব দেবেন।

অভিষেক ব্যানার্জির এই ট্যুইট শেয়ার করে রাজ্য বিজেপি পাল্টা আক্রমণ করেছে তৃণমূলকে। এদিন রাজ্য বিজেপির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়, বাংলায় যে কোনও বিরোধী দলের নেতার সঙ্গে এরকম আচরণ একপ্রকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। বিজেপির কটাক্ষ, এখনও দেখা যাচ্ছে কিছু হিংস্র তৃণমূল ক্যাডারকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরেই ঘাসফুল শিবিরকে হুঁশিয়ারি, অপেক্ষা করুন, বাংলার মানুষও তৃণমূল নেতাদের সঙ্গে এরকম আচরণ করবেন।

বিজেপির এই ট্যুইটার কড়া জবাব দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, বাংলার মানুষ যেভাবে বিজেপিকে উৎখাত করেছে, একই ঘটনা ত্রিপুরাতেও হবে।

সব মিলিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের এই সফর ঘিরে ত্রিপুরায় তৃণমূল বিজেপির যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে সেই ঢেউ যে এবার আছড়ে পড়ছে পশ্চিবঙ্গেও, রাজ্য বিজেপির ট্যুইটে এদিন তা স্পষ্ট।

Comments are closed.